আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প নেয়া হবে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমদানি নির্ভরতার পরিবর্তে এখন থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প নেয়া হবে। বেসরকারিখাতকে উৎসাহিত করা হবে তবে তাদের প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।
শনিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিদ্যুতের দাম কমানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন এই খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যায়।
ফাওজুল কবির খান বলেন, আগে সরকার প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়েছিল। ফলে যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেয়া হয়েছে।
বর্তমান দেশের বন্যা প্রসঙ্গে তিনি জানান, বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তীকালে ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।