আরইবি গ্রাহক সংখ্যা এখন এক কোটি ৩৮ লাখ

ডিসেম্বরে ২ লাখ ৮২ হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে বাংলাদেশ পল­ী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। চলতি অর্থ বছর মোট ৩০ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেবে আরইবি। এছাড়া ৩ লাখ সেচ গ্রাহককে সংযোগ দিয়েছে।  এ নিয়ে আরইবির গ্রাহক সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার।
আরইবি জানায়, সব মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে তারা।
আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, পল­ী বিদ্যুতে আর কোন আবেদন অপেক্ষমান থাকবে না। অপেক্ষামান সব আবেদনের প্রেক্ষিতে সংযোগ দিয়ে দেয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ থাকবে না এমন কোন গ্রাম বা বাড়ি রাখা হবে না। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো হবে। ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছানো হবে। আবাসিক গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ দেয়া হচ্ছে।