গ্রামের বিদ্যুৎ গ্রাহক এখন প্রায় দুই কোটি
আরইবির গ্রাহক সংখ্যা এখন প্রায় দুই কোটি। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক সংখ্যা এক কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসে ৩ লাখ ৫৯ হাজার ৩৯১ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
আরইবি জানায়, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে কার্যক্রম পরিচালনাকারি আরইবির পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৭৮৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আলোকিত বাংলাদেশ গড়তে “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগান ধারণ করে আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে সোনার বাংলা গড়তে প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে।
এ বিষয়ে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন বলেন, আরইবির আওতায় ৪৬০টি উপজেলা রয়েছে। ২০২১ সালের আগেই সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করতে চায় আরইবি। বিদ্যুতায়নের এ কার্যক্রম ১৪টি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
গত রোববার প্রধানমন্ত্রী আরইবির অধীন ১০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
চেয়ারম্যান বলেন, আরইবি এরইমধ্যে প্রায় দুই কোটি গ্রাহককে বিদ্যুৎ দিয়েছে। যা দেশের উন্নয়নের ইতিহাসে এক বিশাল অর্জন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে নির্ভরযোগ্য, মানসম্মত, নিরাপদ ও যৌক্তিক মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। লোড ব্যবস্থাপনা, দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট কমানো, সমতার ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ সর্বোপরি উন্নত গ্রাহক সেবার উপর গুরুত্বারোপ করছে আরইবি।