আরইবির গ্রাহক দেড় কোটি ছাড়ালো

২০২১ সালের আগেই সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা এবার দেড় কোটি ছাড়িয়েছে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসেই তারা ৫ লাখ ৮ হাজার বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
জানুয়ারি মাসে আরইবি তিন লাখ ২৫ হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ওই সময় আরইবি’র মোট গ্রাহক সংখ্যা হয়েছে  এক কোটি ৪২ লাখ সাত হাজার। এর আগে গত ডিসেম্বরে ২ লাখ ৮২ হাজার পরিবারকে সংযোগ দেয়া হয়েছে।
২০১৫-১৬ অর্থ বছরে ৩০ লাখ নতুন সংযোগ দেয়া হয়েছে।
বিআরইবি সূত্র জানায়, ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়ার লক্ষে সরকারের কার্যক্রমের অংশ হিসেবে এই সংযোগ দেয়া চলছে। নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার পাশাপাশি প্রতিমাসেই নতুন লাইনও সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া ৩ লাখ সেচ গ্রাহককে সংযোগ দিয়েছে আরইবি।
আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এনার্জি বাংলাকে বলেন, পল্লী বিদ্যুতে আর কোন আবেদন অপেক্ষমান থাকবে না। অপেক্ষমান সব আবেদনের প্রেক্ষিতে সংযোগ দিয়ে দেয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ থাকবে না এমন কোন গ্রাম বা বাড়ি রাখা হবে না। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো হবে। ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছানো হবে। আবাসিক গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ দেয়া হচ্ছে।
নতুন সব আবেদনের জন্য প্রায় এক হাজার ৬৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। প্রতিমাসে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ায় ১০০ মেগাওয়াটের মতো বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে।
চেয়ারম্যান বলেন, বাংলাদেশে এখন চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কোথাও কোনো লোডশেডিং নেই। তাই নতুন সংযোগের বিপরীতে বিদ্যুৎ সরবরাহেরও কোনো সমস্যা নেই।
আ্রইবি জানায়, ২০২১ সালের মধ্যে আরইবি এক লাখ ৩০ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন, এক হাজার ১০৭টি উপকেন্দ্র, প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন, ৫৭ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস এক অংকে কমানোর পরিকল্পনা করা হয়েছে।
আরইবি ইতোমধ্যে ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় দুই লাখ ৮৯ হাজার কিলোমিটার লাইন নির্মান করেছে। এতে ৪৫৩টি উপজেলা, ৫২ হাজার ৭০০ গ্রাম এবং এক কোটি ৩৬ লাখ গ্রাহক উপকৃত হয়েছে।
এদিকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ করে কৃষি ও শিল্পখাতের উন্নয়নে পল্লী এলাকায় ২০২১ সালে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আরইবি । এরই অংশ হিসেবে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৪৭ হাজার ৫০০ নতুন লাইন তৈরি করে আরইবির ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ৬১ জেলার ৪৫৩টি উপজেলায় ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রাসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহককে সংযোগ প্রদান’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হয়।