আরইবির সাবেক চেয়ারম্যান এম এ মালেকের ইন্তেকাল
বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ…রাজিউন)।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি,
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সাবেক চেয়ারমান ছিলেন।
আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এম এ মালেক সাফল্যজনকভাবে পিডিবি ও আরইবিতে দায়িত্ব পালন করেছেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।