আর্কটিক অঞ্চলে তেলের সন্ধান পেল রোজনেফট ও এক্সন
রাশিয়ার জ্বালানি জায়ান্ট রোজনেফট জানিয়েছে, তারা প্রকল্পের অংশীদার যুক্তরাষ্ট্রের এক্সন মোবিলের সঙ্গে মিলিতভাবে বিতর্কিত আর্কটিক অঞ্চলে তেলের সন্ধান পেয়েছে। খবর বিবিসি।
প্রতিষ্ঠানটি জানায়, খননকাজ রেকর্ড পরিমাণ সময়ে সম্পন্ন হয়েছে। তবে কত দ্রুত কূপটি থেকে তেল উত্তোলন শুরু করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, রোজনেফট সফলভাবে বিশ্বের সর্ব-উত্তরের কূপ ইউনিভার্সিতিস্ক্যা-১-এর খননকাজ সম্পন্ন করেছে।
রোজনেফটের প্রধান ইগোর সেচিন জানান, এ কূপে লাইট তেলের এক বিস্ময়কর নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ কূপ থেকে ১০ কোটি টন তেল ও ৩৩ হাজার ৮০০ কোটি ঘনমিটার গ্যাস পাওয়া যাবে।
তিনি বলেন, ‘এটি একটি যৌথ বিজয়। এজন্য আমি আমাদের বন্ধু ও অংশীদার এক্সন মবিল, নর্ড আটলান্টিক ড্রিলিং, স্লুমবার্জার, হালিবার্টন, ওয়েদারফোর্ড, বেকার, ট্রেন্ডসেটার, এফএমসিকে ধন্যবাদ জানাই।’
বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে কী পরিমাণ জ্বালানি সম্পদ মজুদ রয়েছে, তার সঠিক তথ্য জানতে গভীর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তারা বলছে, যখন যুক্তরাষ্ট্র অবরোধের মাধ্যমে নিজেদের কোম্পানিগুলোকে রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বে বাধা দিচ্ছে, সেসময় কীভাবে এ প্রকল্প আলোর মুখ দেখল, সে ব্যাপারে ধোঁয়াশা থেকে যাচ্ছে।
এর আগে এক্সনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ থাকায় তারা এ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।