আশুগঞ্জ কম্প্রেসরের একটি ইউনিট চালু

আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশনের চারটি ইউনিটের মধ্যে একটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এটি চালু করা হয়। এ স্টেশনটি ৭২ ঘণ্টা সফলভাবে চললেই বাণিজ্যিকভাবেও চলতে থাকবে।

আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের একজন উধর্র্তন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, সফলভাবে কাজ শেষ হওয়ার পর প্রায় নয়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেশনটি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। মোট চারটি ইউনিটের মধ্যে এ ইউনিটটি চালু হওয়ায় বাখরাবাদ, এলেঙ্গাসহ চট্টগ্রাম এবং ডেমরা লাইনের গ্যাস গ্রাহকদের সমস্যা কিছুটা কমবে বলে তিনি আশা করেন।

ব্রাহ্মণবাড়িয়া অথবা হবিগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস যেতে চাপ অনেক কমে যায়। প্রতি বর্গ ইঞ্চিতে এক হাজার পাউন্ড (পিএসআই) চাপের গ্যাস আশুগঞ্জ আসতে আসতে কমে হয়ে যায় ৭৫০ থেকে ৭০০ পিএসআই। ঢাকা ও এর আশপাশে যেতে যতে হয়ে যায় ৫০০ থেকে ৬০০ পিএসআই। আর রাজশাহি পৌছাতে পৌছাতে সেই গ্যাসে চাপ কমে হয় ৪০০ পিএসআই।
এই গ্যাসের চাপ বাড়াতেই কম্প্রেসার স্থাপন করা হয়েছে। একবছর আগে একটি ইউনিট স্থাপন করা হলেও চালু হওয়ার ৭২ ঘন্টা পর তা বন্ধ হয়ে যায়। আর একটি কম্প্রেসার আনার সময় চট্টগ্রাম বন্দরে পড়ে গিয়ে নস্ট হয়ে যায়। সংশ্লিষ্ঠরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি মেরামতের কাজ চলছে।