আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আরও ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আরো ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। নতুন বিদ্যুৎসহ এই কেন্দ্র থেকে বর্তমানে প্রায় ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে আসার নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। তিনি জানান, কয়েকদিন আগে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর ২১০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। নতুন এই ইউনিট দুটির মধ্যে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটিতে গত ১৪ মার্চ থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। মঙ্গলবার থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়েছে। এই ইউনিট থেকে প্রাথমিকভাবে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও পর্যায়ক্রমে এর পরিমাণ আরো বাড়বে।