আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।বুধবার সকাল ৮টার দিকে ওই তিন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কম যাচ্ছে বলে কর্মমকর্তারা জানিয়েছেন।
বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব জানান, সকালে কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইন ‘ট্রিপ’ করে। এতে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে দ্রুত ইউনিটগুলো চালু করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।