ইউরেনিয়াম আনার চূড়ান্ত চুক্তি
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ‘ইউরেনিয়াম’ আনার চুক্তি হয়েছে। তিন বছরের জন্য এই জ্বালানি দেবে রাশিয়া। আজীবন জ্বালানি দেয়ার জন্য যে চুক্তি তারও খসড়া তৈরি হয়েছে।
পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম। স্পর্সকাতর এই জ্বালানি বাংলাদেশে সরবরাহ করবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, নির্মাণে ঋণ, পরামর্শসহ অন্যান্য কার্যক্রমের মধ্যেই প্রথম তিন বছরের জন্য জ্বালানি দেয়ার কথা রাশিয়ার। তারই আওতায় ইউরেনিয়াম সরবরাহের চুক্তি হলো।
কোন দেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি নিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা – আইএইএ এর ১৯টি নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। এসব নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কিনা তা পর্যালোচনা করতে আইএইএ’র পাঁচটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তাদের অনুমতি পাওয়া গেলেই সকল নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে আনা যাবে ইউরেনিয়াম।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর ব্যবস্থাপনা পরিচালক ড. শৌকত আকবর এনার্জি বাংলাকে বলেন, নিয়ম মেনে এগিয়ে যাচ্ছে রূপপুরের কাজ। আইএইএ এর পথনকশা অনুযায়ি আমরা এগিয়ে যাচ্ছি। ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আনতে যা যা করা দরকার সবই করা হচ্ছে।
শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সকল আইন মেনেই বাংলাদেশ এগোচ্ছে।
নির্ধারিত সময়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আনার সাথে সাথে জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।