ইনোভেশনে প্রথম পুরষ্কার পেল ডিপিডিসি
ইনোভেশনে প্রথম পুরস্কার পেল ডিপিডিসি। বিদ্যুৎ বিভাগ ‘ইনোভেশন শোকেসিং-২০১৮’ এর এই প্রতিযোগিতার আয়োজন করে।
বুধবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
বিদ্যুৎ বিভাগের ১৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় পুরষ্কার পেয়েছে ওজোপাডিকো আর তৃতীয় পুরষ্কার পেয়েছে ডেসকো।
বিদ্যুৎভবনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এসডিসি সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি চেয়ারম্যানসহ অন্যরা।
প্রিপেইড মিটারের ভেন্ডিং এর কাজে পিওএস মেশিন ব্যবহারের জন্য এ পুরষ্কার দেয়া হয়েছে। এই কাজের পরিকল্পনা দিয়েছে ডিপিডিসির মহাব্যবস্থাপক কামরুল আহসান।