ইরাক থেকে তেল রফতানি করছে সুন্নিরা
যুদ্ধের খরচ তুলতে এবার তেল বিক্রি শুরু করল ইরাকের আইএসআইএল। নিজেদের নিয়ন্ত্রণে থাকা উত্তর ইরাকের খনি থেকে অপরিশোধিত তেল রফতানি শুরু করছে তারা৷ ইরাকের অনেকটা অংশই এখন এই জঙ্গি সংগঠনটির দখলে৷
ইতিমধ্যেই বৃহস্পতিবার এরা ১০০ ট্যাঙ্ক অপরিশোধিত তেল ভরেছে বলে জানিয়েছেন উত্তর ইরাকের সালাহ-আল-দিন প্রদেশের পুলিশ৷ প্রতিটি ট্যাঙ্কের দাম ১২ হাজার থেকে ১৪ হাজার ডলার এবং এই অর্থ তাদের জঙ্গি কার্যকলাপে লাগানো হবে বলে সূত্রের খবর৷ আইএসআইএল তেল রফতানি করবে কুর্দিস্তানের মাধ্যমে।-ওয়েবসাইট।