উপকূলীয় সম্পদ ব্যবহারে দরকার দক্ষ জনবল : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উপকূলীয় সম্পদ আহরণ ও ব্যবহারে দক্ষ জনবল দরকার। তিনি বলেন, এ ধরণের প্রযুক্তি আমাদের আয়ত্তে নেই। আমরা এদিক দিয়ে এখনও পিছিয়ে আছি। এর জন্য জনবল গড়ে তোলা খুব জরুরি।

শুক্রবার রাজধানীর খামারবাড়ি সংলগ্ন ‘বাংলাদেশের উপকূলীয় এবং সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ।  সূচনা বক্তব্য রাখেন বাপা বৈশ্বিক সমন্বয়কারী, বেন সহসভাপতি নজরুল ইসলাম।  সভাপতিত্ব করছেন বাপা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অর্থমন্ত্রী বলেন, শুধু বিজ্ঞানী নয়, ব্যবসায়ীদেরও উপকূলীয় এলাকায় নিয়ে যেতে হবে। আশপাশের দেশের অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে।
কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেনন্ট নেটওয়ার্কের (বেন) আয়োজনে চলছে এ সম্মেলন। দু’দিনব্যাপী এ সম্মেলনে দেশ বিদেশের গবেষকরা ৮২টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।