উৎপাদনে ভাল করলেও সঞ্চালনে দুর্বলতা এখনো আছে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলো তুলনায় আমরা  পিছিয়ে আছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে গেলেও বিদ্যুৎ সঞ্চালনে এখনো দুর্বলতা আছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট আয়োজিত ১৭তম জাতীয় নবায়নযোগ্য জ্বালানি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ আমদানির জন্য ভুটানের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই বিদ্যুৎ আমদানি করতে গেলে ভারতের ওপর দিয়ে আনতে হবে। এর ফলে ভারতের কথাও চিন্তা করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশে নবায়নযোগ্য এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দুই হাজার ৫০০ একর জমি প্রয়োজন। তাও আবার অকৃষি জমি প্রয়োজন। যা বাংলাদেশের পক্ষে অসম্ভব। তবে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের কাঁচামালের মূল্য আরও কমবে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, মিয়ানমারের গ্যাস পাইপ লাইনে সংযুক্ত হতে ভারতের সাথে বাংলাদেশ যৌথভাবে প্রয়াস চালালে আশাব্যঞ্জক ফল পাওয়া যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ডঃ  সাইফুল হকের সভাপতিত্বে এবং এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদের সঞ্চালনে, অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন ও স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।