এক বছর পর চালু হল মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র
প্রায় এক বছর পর আবার চালু হল মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র। বুধবার এই কেন্দ্র থেকে ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় অবস্থিত মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট মতার বিদ্যুৎকেন্দ্রটি গতবছর এপ্রিলে আগুন লেগে বল্পব্দ হয়ে যায়। এর জেনারেটর স¤ক্সহৃর্ণ পুড়ে যায়। বিদেশী প্রকৌশলী এনে এই কেন্দ্র নতুন করে মেরামত করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি পুরো উৎপাদনে আসতে আরও কিছু দিন লাগবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।