পিডিবি এক লাখ টন কয়লা আমদানি করবে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক লাখ টন কয়লা আমদানি করবে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩১শে আগস্টরে মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ভারতের আদানী গ্রুপ আগ্রহ দেখিয়ে প্রস্তাব জমা দিয়েছে।
এদিকে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে এই সিন্ধান্ত নেয়া হয়েছে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
রোববার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এতথ্য জানান প্রতিমন্ত্রী। এরআগে তিনি সকলের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিমিয় করেন।
প্রতিমন্ত্রী বলেন, আপদকালীন মজুত রাখার জন্য কয়লা
আমদানি করা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন অনুযায়ি সেই মানের কয়লা আমদানি করা হবে।কম দাম ও প্রয়োজনিয় মানের কয়লা যেখানে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। কোথা থেকে আনা হবে তা এখনও ঠিক হয়নি।
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সেপ্টেম্বরে শুরু হবে। তবে পুরোপুরি চালু হতে অক্টোবর লেগে যাবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এনএলজি আমদানির ফলে বিদ্যুতে ভর্তুকি বাড়ানো হবে না। তবে বিদ্যুতের দামও সহনীয় থাকবে।