একসাথে ১২,৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
আজ রাত ৯টায় একসাথে ১২ হাজার ৫৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। একসাথে এই পরিমান বিদ্যুৎ এরআগে আর উৎপাদন হয়নি।
সরকারি বেসরকারি সব বিদ্যুৎকেন্দ্র মিলে এই উৎপাদন হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, আজ দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই।
এরআগে ১১ই মে একসাথে ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। তারআগে ২৯ শে এপ্রিল সন্ধ্যায় ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, ২৫ শে এপ্রিল সন্ধ্যায় হয়েছিল ১২ হাজার ৬৭ মেগাওয়াট এবং ২৪ শে এপ্রিল উৎপাদন হয়েছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ।
বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ৫৩টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে।