এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের সিদ্ধান্ত
মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কে গ্যাস সরবরাহ করা হবে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিসিকের সঙ্গে সমন্বয় করে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।
রোববার এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব আবুবকর সিদ্দিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, পার্কে গ্যাস সংযোগ লাইন স্থাপনের ব্যয় মেটাতে প্রকল্প বরাদ্দ থেকে বিসিক ৩ কোটি টাকা ছাড় করবে। বাকী টাকা শিল্পপার্কে বরাদ্দ প্রাপ্ত মালিকদের কাছ থেকে ঔষধ শিল্প মালিক সমিতি সমন্বয় করবে বলে সিদ্ধান্ত হয়।
সভায় শিল্পমন্ত্রী বলেন, ওষুধ শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্পখাত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮০টি দেশে ওষুধ রফতানি করছে। এপিআই শিল্পপার্ক চালু হলে, বিদেশে ওষুধ রপ্তানির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার বিশ্ব বাজারে ওষুধ রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত এ শিল্পপার্ক স্থাপন প্রক্রিয়া শেষ করার লক্ষে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই এপিআই শিল্পপার্ক নির্মাণ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।