এলএনজি টার্মিনাল স্থাপনে আগ্রহী ডেনমার্ক

বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত মিজ হানি ফাগ্ল ইস্কজায়ার সাক্ষাত করেন।
এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে মার্সক গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক আল্যান জন ব্রাডলি ও ডেনমার্ক দূতাবাসের সিনিয়র কমার্শিয়াল অফিসার সামিনা আহসান শাহরুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, ডেনমার্ক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় কাজ করতে চায়। নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি, এলএনজি টার্মিনাল নিয়ে এ সময় আলোচনা করা হয়। তিনি জানান, ডেনমার্কের কয়েকটি প্রতিষ্ঠান এলএনজি ও এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪০ বিলিয়ন ডালার বিনিয়োগ প্রয়োজন। আমাদের কয়লা, গ্রানাইট, সমুদ্রে  তেল, গ্যাস অনুসন্ধান  ও উত্তোলনে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। এ সব জায়গায় বিনিয়োগ করতে তিনি ডেনমার্কের ব্যবসায়িদের আহ্বান জানান।