এলপিজি সাড়ে ১২ কেজির দাম ৯৭৫ টাকা
নিজস্ব প্রতিবেদক:
বোতল গ্যাস (এলপিজি) এর নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। সাড়ে ১২ কেজি সরকারি ৫৯১ টাকা এবং বেসরকারি’র দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে একই দাম থাকবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করে দিয়েছে। আজ ১২ই এপ্রিল থেকে এই দাম কার্যকর।
এলপি এর সাথে অটোগ্যাসেরও দাম নির্ধারণ করা হয়েছে।
দেশে প্রথমবারের মতো লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের খুচরা দাম নির্ধারণ করা হলো।
এলপিজিতে প্রোপেন ও বিউটেন এর অনুপাত হবে ৩৫ঃ৬৫।
গাড়িতে ব্যবহার করা অটোগ্যাসের দাম লিটার প্রতি ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি পর্যায়ে প্রতিকেজি এলপিজি এর দাম ঠিক করা হয়েছে ৭৬ টাকা ১২ পয়সা। মূসকসহ এই দাম হবে ৮১ টাকা ৩০ পয়সা। এই হিসাবে সাড়ে ৫ কেজির দাম ৪৪৭ টাকা ১৫ পয়সা, ১ হাজার ১৬ টাকা ১৫ পয়সা, ১৫ কেজি এক হাজার ২১৯ টাকা ৫০ পয়সা, ১৬ কেজি ১ হাজার ৩০০ টাকা ৮০ পয়সা, ১৮ কেজি ১ হাজার ৪৬৩ পাকা ৪০ পয়সা, ২০ কেজি ১ হাজার ৬২৬ টাকা, ২২ কেজি ১ হাজার ৭৮৮ টাকা ৬০ পয়সা, ২৫ কেজি ২ হাজার ৩২ টাকা ৫০ পয়সা, ৩০ কেজি ২ হাজার ৪৩৯ টাকা, ৩৩ কেজি ২ হাজার৬৮২ টাকা ৯০ পয়সা, ৩৫ কেজি ২ হাজার ৮৪৫ টাকা ৫০ পয়সা এবং ৪৫ কেজি ৩ হাজার ৬৫৮ টাকা ৫০ পয়সা।
এলপিজি বোতলজাতকারী কোম্পানি এবং পাইকারি ও খুচরাসহ সব ধরনের বিক্রেতাদের জন্য এ মূল্য আদেশ মেনে চলা বাধ্যতামূলক।
গণশুনানির মাধ্যমে এই দাম নির্ধারণ করা হলো। ১৪ই জানুয়ারি গণশুনানি হয়। গণশুনানির তিনমাসের মধ্যে আদেশ দেয়ার বাধ্যবাধকতা আছে।
অনলাইনে করা সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সবকিছু বিচার-বিবেচনা করে এবং তথ্য যাচাই-বাছাই করে দাম চূড়ান্ত করা হয়েছে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে লাইসেন্সধারীরা বাধ্য। তা না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।