এলপিজি সিলিন্ডারের দাম কমবে, বাড়বে সৌর প্যানেল
বাজেটে প্রস্তাব করা শুল্কহারের কারণে এলপিজি সিলিন্ডারের দাম কমবে। কিন্তু সৌর প্যানেলের দাম বাড়বে।
এলপিজিতে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা ৩০ জুন, ২০১৭ পর্যন্ত ছিল। জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই মেয়াদ আগামী ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সৌর প্যানেল: সৌর বিদ্যুতের ব্যবহার বাংলাদেশে বেশী পুরাতন নয়। কিছুদিন আগেও সৌর বিদ্যুতের সকল যন্ত্রপাতি আমদানি করা হতো। সে কারণে এ সকল যন্ত্রপাতির উপর শূন্য শুল্ক হার ছিল। বর্তমানে ফটোভোলটেইক সেল ব্যবহার করে সোলার মডিউল বা প্যানেল দেশেই প্রস্তুত করা হচ্ছে। আগামী বাজেটে তৈরি করা সৌর মডিউল/প্যানেলের শুল্ক হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে সোলার ফটোভোলটেইক সেল এর শুল্ক শূন্য থাকবে।