এলপিজি সিলিন্ডারের দাম কেজিতে বাড়লো ৪টাকা ৪২পয়সা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৪ঠা জানুয়ারি ২০২৫):
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি কেজির দাম ১০৮ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসে যা ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। কেজিতে বাড়ানো হয়েছে ৪ টাকা ৪২ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসির নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে। ডিসেম্বর মাসে ছিল ১ হাজার ২৫৩ টাকা। বেড়েছে ৫৩ টাকা। এর আগে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে ৩৮ টাকা বাড়ানো হয়েছিল।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত আছে। সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা।
গাড়িতে ব্যবহার করা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছে। লিটারে দাম বেড়েছে ২ টাকা ৪৮ পয়সা।
বিইআরসি বলছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হয়েছে।
জানুয়ারির জন্য প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি ৫২৫ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৬৫:৩৫ অনুপাতে মিশ্রণ ধরে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৫২১ দশমিক ৭৫ ডলার।