কাতার এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী

কাতার সরকার বাংলাদেশের এলএনজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কাতার সফরকালে কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহাম্মদ বিন সালেহ আল-সাদার এ আগ্রহের কথা জানান।

সোমবার“১৪-তম দোহা ফোরাম’-এ অংশ নিতে বাণিজ্যমন্ত্রী কাতার গেছেন।কাতার সফলকালে রাজধানী দোহায় অবস্থিত কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের মন্ত্রী।এ সময় কাতার সরকারের জ্বালানি ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার উপস্থিত ছিলেন।

আলোচনায় তোফয়েল আহমেদ বাংলাদেশে কাতারের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি আনার উপর গুরুত্বারোপ করেন।উভয় দেশের মন্ত্রী কাতার গ্যাস ও পেট্রোবাংলার মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্য পোষণ করেন এবং পারস্পরিক সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।কাতারের মন্ত্রী ডঃ মোহাম্মদ বিন সালেহ আল-সাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।তিনি এই প্রসঙ্গে কাতারের সার্বিক উন্নয়নে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে কাতারের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে নানাবিধ সুবিধাদি সম্পর্কে কাতারের মন্ত্রীকে অবহিত করেন এবং কাতারের বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানে কাতার সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।