কারখানায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক:
শিল্প মালিকদের দাবির প্রেক্ষিতে কারখানায় গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এক সপ্তাহ আগে বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হল, যা ২২শে এপ্রিল থেকে কার্যকর হবে।
পেট্রোবাংলা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
পেট্রোবাংলা বলছে, গ্যাস সংকট বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ নির্বিঘ্ন রাখতে শিল্পে রেশনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শিল্প মালিকদের দাবির প্রেক্ষিতে তা আবার চালু করে দেওয়া হয়েছে।
রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এরমধ্যেই ১১ই এপ্রিল শিল্প কারখানায়ও ৪ ঘণ্টার গ্যাস সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।