কার্বন ডাই অক্সাইড থেকে জ্বালানি আবিষ্কার!
বিগ ব্যাং এবং মাইক্রোওয়েভের তেজষ্ক্রিয়তা থেকে শুরু করে পেনিসিলিন, ইতিহাস এই ধরনের অসংখ্য আকস্মিক আবিষ্কারে পূর্ণ।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের বিজ্ঞানীরাও তেমনই এক আকস্মিক আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। তারা কার্বন ডাই অক্সাইড (সিও২) থেকে জ্বালানি উৎপাদনের একটি সহজ পদ্ধতি উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন।
একটি দীর্ঘ-শ্বসনযুক্ত বিপরীত জ্বলন প্রক্রিয়া উদ্ভাবনের পর বিজ্ঞনীদের দলটি বুঝতে পারেন ওই প্রতিক্রিয়ার প্রথম ধাপেই কার্বন ডাই অক্সাইড দরকারি জ্বালানি ইথানলে রূপান্তরিত হয়।
গবেষণা দলের প্রধান অ্যাডাম রোন্ডিনোন বলেন, “কার্বন ডাই অক্সাইডকে যে ইথানলে রূপান্তরিত করা সম্ভব তা দেখে আমরা বিস্মিত। কারণ একটি একক ক্যাটালিস্ট বা অনুঘটকের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে সরাসরি ইথানলে রূপান্তরিত করাটা অনেক কঠিন।”
আর ন্যানোটেকনোলজি ব্যবহার করে পার্শ্বপ্রতিক্রিয়া সীমিত করার মাধ্যমে এ থেকে মাত্র একটি জিনিসই বের করে আনা হয়েছে বলেও জানান রোন্ডিনোন।
গবেষকরা বলেন, পরিবর্তনশীল উৎস, যেমন, বাতাস ও সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণেও এই প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে।
সূত্র : দ্য হাফিংটন পোস্ট