কৃষিতে ৪% সুদে ৩ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক:
কৃষি খাতের জন্য নতুন করে আরও তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
করোনা মহামারির কারণে হওয়া আর্থিক সংকট মোকাবিলায় এই অর্থ সহায়তা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে। ২০২২ সালের ৩০ শে জুন পর্যন্ত এই ঋণ দেয়া হবে।
ব্যাংকগুলোকে নিজস্বভাবে কৃষক পর্যায়ে ঋণ বিতরণ করতে হবে। আগের ঋণ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষককে বিদ্যমান ঋণ সুবিধার অতিরিক্ত ২০ শতাংশ পর্যন্ত ঋণ (সর্বোচ্চ ১০ কোটি টাকা) দিতে পারবে।
ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের শস্য বা ফসল চাষের জন্য এককভাবে জামানত বিহীন (শুধু ফসল দায়বন্ধনের বিপরীতে) সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ দেয়া হবে। গৃহস্থালি পর্যায়ে গাভী পালন, গরু মোটাতাজা করতেও ঋণ দেয়া হবে।
ঋণ দেয়া ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত এক শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। কৃষক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ চার শতাংশ (সরল হারে)।
কৃষি ও পল্লী ঋণ নীতিমালার অন্তর্ভুক্ত শস্য ও ফসল খাতের আওতাভুক্ত দানা শস্য, অর্থকরী ফসল, শাক সবজি, কন্দাল ফসল (আমদানি বিকল্প ফসল যথা: ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে চার শতাংশ সুদে ঋণ বিতরণের আলাদা স্কিম চালু থাকায় এ খাত ছাড়া) ফল ও ফুল চাষ, মৎস্য চাষ, পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত, কৃষি ও সেচ যন্ত্রপাতি, বীজ উৎপাদন খাতে বিতরণ করা যাবে।
কৃষক পর্যায়ে শস্য বা ফসল খাতে বিতরণ করা ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১২ মাস। এ ছাড়া, অন্যান্য খাতে বিতরণ করা ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ হবে কমপক্ষে তিন মাস বিনাসুদসহ ১৮ মাস।