কেরাণীগঞ্জের গ্যাসের সমস্যার সমাধান করা হবে: বিদ্যুত্ প্রতিমন্ত্রী

বিদ্যুত্ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জে মানুষের জন্য গ্যাসের সমস্যা সমাধান করা হবে।তিনি বলেন, বিদ্যুতের লোডশেডিং কমেছে।ঘরে ঘরে বিদ্যুত্ দেয়া হবে।কেরানীগঞ্জ থেকে সারাজিবনের জন্য সন্ত্রাস নির্মূল করা হবে।আমার যুদ্ধ মাদকের বিরুদ্ধে।কেরানীগঞ্জে কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার দলে জায়গা হবে না।

গত শুক্রবার বিকেলে কদমতলী গোলচত্তরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিদ্যুত্ প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন কালিন্দি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন রানা খোকন।দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, এইচ এম মেহেদী হাসান, মো. ইয়ামিন প্রমুখ।