কৈলাশটিলায় নতুন স্তরে গ্যাস

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপে গ্যাস জ্বলছে।

নিজস্ব প্রতিবেদক:
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে। পরিত্যক্ত ৭ নম্বর কূপ সংস্কার করে এই নতুন গ্যাস নিশ্চিত করা হয়েছে। তবে এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখানে উত্তোলনযোগ্য গ্যাস আছে কিনা নিশ্চিত হতে আরও সময় লাগবে।
সংশ্লিষ্ঠসূত্র জানিয়েছে, নতুন স্তরে গ্যাসের প্রতিবর্গ ইঞ্চিতে ২ হাজার ৭০০ চাপ আছে। এই চাপ থাকলে দৈনিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস তোলা যাবে।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি (এসজিএফসিএল) পরিচালিত এই গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করেছে বাপেক্স।
সূত্র জানায়, গ্যাসের সাথে কনডেনসেটও পাওয়ার সম্ভাবনা আছে।
কৈলাশটিলায় পাইপলাইনসহ সকল অবকাঠামো আগে থেকেই আছে। উত্তোলনযোগ্য গ্যাস থাকলে দ্রুতই তা জাতীয় গ্রিড লাইনে দেয়া যাবে।
কৈলাশটিলার ৭ নম্বর কূপটি ২০১৭ বন্ধ হয়ে যায়। তখন ৯ হাজার ৮৯২ ফুট গভীর থেকে গ্যাস উত্তোলন করা হত। নতুন স্তরটি এর কিছুটা কম গভীরতায়।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে ৭টি কূপ আছে। এরমধ্যে ২টি কূপ দিয়ে ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
এরআগে কূপ সংস্কার করে সিলেটের জকিগঞ্জ (৫০ লাখ ঘনফুট) এবং ব্রাহ্মণবাড়িয়ার সালদায় নতুন স্তরে গ্যাস পায় বাপেক্স।