কয়লা নিয়ে জাহাজ বাংলাদেশে

বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশে কয়লা এসে পৌছেছে। ইন্দোনেশিয়া থেকে ২০ হাজার টন কয়লা আনা হয়েছে। বড় পরিমানে কয়লা আমদানি বাংলাদেশের জন্য এটাই প্রথম। এই কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
তবে সঞ্চালন লাইন না হওয়ায় এখনই বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাচ্ছে না সংশ্লিষ্ঠরা জানিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে সঞ্চালন লাইন হলে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়লা এখনই তোলা হবে না সিদ্ধান্ত নেয়ার পর আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়।

প্রতি টন কয়লার দাম ৫৫ ডলার। এর সঙ্গে পরিবহন খরচ হবে ২৫ ডলার। জার্মানির ওলডেনডরফ কয়লা পরিবহন কররে আনবে।

ইন্দোনেশিয়ার পিটি বায়ার্ন রিসোর্স টিবিক ১০ বছর কয়লা সরবরাহ করবে।