কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকা উন্নয়নে আলাদা তহবিল

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠন করা হচ্ছে। কয়লা বিদ্যুতের দাম থেকেই এই তহবিল গঠন করা হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম থেকে তিন পয়সা করে নিয়ে এই তহবিলে দেয়া হবে। এই তহবিলের নাম দেয়া হয়েছে ‘সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা ২০১৫’  বা ‘সামাজিক উন্নয়ন তহবিল’।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে তহবিল অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, তহবিলের অর্থ দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, নতুন কর্মসংস্থানে জন্য প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, রাস্তা ও বাঁধ নির্মান, গাছ লাগানো, কুটির শিল্প প্রসার, সংশ্লিষ্ঠ এলাকায় শহরায়নসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে এই তহবিলের অর্থ খরচ করা হবে। তহবিল পরিচালনার জন্য আলাদা কমিটি গঠন করা হবে। সেই কমিটি অর্থ খরচসহ বিভিন্ন বিষয় ঠিক করবে।
সরকারের মহাপরিকল্পপনা অনুযায়ি, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এরমধ্যে ২০ হাজার মেগাওয়াট হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুষ্ঠুভাবে করার জন্য এই তহবিল গঠন করা হচ্ছে। তহবিল গঠনের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্ঠ সকলের অনুমোতি নেয়া হয়েছে।