কয়লা বিদ্যুৎ বন্ধের দাবি টিআইবির
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ২০৩০ সালের মধ্যে বন্ধ করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ এর সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে শতভাগে পৌঁছানো, জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ বাড়ানো, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর প্রতিশ্রুত তহবিল সংগ্রহে আরও সক্রিয় হওয়া এবং এ খাতে বাস্তবায়িত প্রকল্পগুলো কার্যকর জনসম্পৃক্ততার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে টিআইবি।
মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্ব রাজনৈতিক ও সরকারি নেতৃত্বের, বিশেষ করে শীর্ষ দূষণকারী দেশগুলোর কাছে আমাদের দাবি- বিশ্ব যে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে, মানবসভ্যতা যে অস্তিত্ব সংকটে পড়েছে, তার দায় সেইসব দেশের, তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আর কোনো ফাঁকা বুলি বা রাজনীতি দেখতে চাই না। বিশ্বকে বাঁচানোর দায় এড়িয়ে যাওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসছে তখন সরকার দেশে এমন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আত্মঘাতী পরিকল্পনা বাস্তবায়ন করছে। নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প জ্বালানী ব্যবহারের সুযোগ থাকার পরও কয়লাভিত্তিক বাণিজ্য স্বার্থের ফাঁদে পা দেয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও জীবিকার জন্য ইতিমধ্যে দৃশ্যমান ঝুঁকির কথা বিবেচনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে সরকার ও বিনিয়োগকারীদের এখনই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। চীন ও ভারতের মতো যে সকল দেশ নিজ-দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসছে, তারাই আবার সরকারকে জিম্মি করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছে।
ইফতেখারুজ্জামান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসার অঙ্গীকার করতে হবে, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের হার বহুগুণ বাড়িয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগী হতে হবে। বাংলাদেশ এখনও পর্যন্ত সর্বনিম্ন কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে বিবেচিত; তবে যেভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের আগ্রাসী বিকাশ ঘটছে, তা অব্যাহত থাকলে আমাদেরকেই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে শুরুতে যে পরিমাণ অর্থের যোগান ও বরাদ্দ দেয়া হচ্ছিলো, তা ক্রমশ কমে আসছে। এসব প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং দুর্নীতি প্রতিরোধে টিআইবি সরকারকে সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে।
‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’, ‘আপন ফাউন্ডেশন’, ‘শিশু ফোরাম বাংলাদেশ’, ‘ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ’, ‘লেটস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এর স্বেচ্ছাসেবী ও শিশুরা, টিআইবির অনুপ্রেরণায় গঠিত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘ইয়েস’ সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ টিআইবির কর্মীরা মানববন্ধনে অংশ নেন।
বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নীতি-নির্ধারকরা জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত গুরুত্ব দেয়া এবং কার্যকর পদক্ষেপ না নেয়ায় সুইডিস কিশোরী পরিবেশবাদী এবং অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ ২০১৮ সালের জলবায়ু সম্মেলনে এককভাবে প্রতিবাদ করেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০ শে আগস্ট ২০১৮ থেকে সুইডেনের পরবর্তী জাতীয় নির্বাচনের দিন ৯ই সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত স্কুলে না গিয়ে সুইডিস পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। তার অনুপ্রেরণায় এর পরপরই দেশে দেশে স্কুল শিক্ষার্থীরা একই ধরনের বিক্ষোভে সামিল হয়। সেই প্রতিবাদকে কিশোর কিশোরীদের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এ বছর জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে ২০ ও ২৭ শে সেপ্টেম্বর পৃথিবীর ১২০টি দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ধর্মঘট, গণ-প্রতিবাদ ও র্যালির আয়োজন করছে, যা বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বা ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামে পরিচিতি লাভ করেছে।