কয়লার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সমর্থন জানিয়েছে বাপা ও বেন

 

উর্বর জমি নষ্ট করে দেশীয় কয়লা উত্তোলন করা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমপ্রতি যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) তাতে সমর্থন দিয়েছে।গতকাল এক বিবৃতিতে তারা এ সমর্থনের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন মেয়াদকালে প্রধানমন্ত্রীর ঘোষণার ফরে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নসহ কয়লার বিষয়ে প্রধানমন্ত্রী দেশের স্বার্থের কথা বিবেচনা করছেন।বর্তমান পটভূমিতে কয়লানীতি সম্পর্কে প্রধানমন্ত্রীর উপর্যুক্ত স্বচ্ছ বক্তব্য প্রশংসার দাবী রাখে।

বিবৃতে আরো বলা হয়, অন্য ক্ষেত্রেও পরিবেশ সপক্ষ উদ্যোগ নিবেন বলে আশা করছেন।এক্ষেত্রে রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্র এবং রূপপুর আনবিক বিদ্যুত্ কেন্দ্রের কথা উল্লেখ করা যেতে পারে।এ দুটি প্রকল্পই বিতর্কিত।রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্র সুন্দরবনের সমূহ ক্ষতি করার সম্ভাবনা।অন্যদিকে আনবিক বিদ্যুত্ কেন্দ্র পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুকিপূর্ণ।জাপান এবং জার্মানীর মত উন্নত দেশ আনবিক বিদ্যুত্ উত্পাদন থেকে সরে আসছে।এমতাবস্থায়, বাংলাদেশের জন্য নিজস্ব এবং আমদানীকৃত তরলীকৃত গ্যাস নির্ভর বিদ্যুত্ উত্পাদনের কৌশল গ্রহণ করাই শ্রেয়।বঙ্গোপসাগরে এবং স্থলভাগে বিদেশী কোম্পানীর পরিবর্তে জাতীয় সক্ষমতার ভিত্তিতে গ্যাস উত্পাদন বৃদ্ধির উদ্যোগ বৃদ্ধি করা প্রয়োজন।নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারও আরও সমপ্রসারিত করা প্রয়োজন।