গবেষণায় হাজার কোটি টাকা বরাদ্দ দাবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামীতে বাজেটে মানুষের আশা-আকাংখার আরো প্রতিফলন ঘটবে। শুধু আর্থিক বিষয় নয় থাকবে সৃজনশীলতা, গবেষণা ও সামাজিক ন্যায় বিচার।
‘উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা: বাজেট প্রত্যাশা-২০১৭’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ বুয়েট এনার্জি ক্লাব, এসাব ইনভেশন সেন্টার এবং এনার্জি রিসার্চ ইন্সটিটিউট যৌথভাবে বুয়েটে এ অনুষ্ঠান আয়োজন করেন।
আলোচনায় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন,  এটুআই প্রোগ্রামের  জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান, এসাব ইনোভেশন সেন্টারের নির্বাহী পরিচালক মো. আরিফ রায়হান মাহি বক্তব্য দেন।
অনুষ্ঠানে গবেষণা ও উন্নয়য়নখাতে অতিরিক্ত এক হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দাবি করা হয়। একই সাথে ভোকেশনাল/ কর্মমুখী শিক্ষার উপর বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়।
প্রতিটি মন্ত্রণালয়ে নিজস্ব গবেষণা বিভাগ গড়ে তোলা, সকলের জন্য উন্মুক্ত গবেষণা পদ্ধতি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় গুলোর গবেষণাগার করার জন্য নীতিমালা করা এবং সকল বিশ্ববিদ্যালয়ে একটি ন্যূনতম মানের গবেষণাগার পরিচালনা করছে কিনা তার পর্যবেক্ষন করার দাবি করা হয়েছে।
এছাড়া দেশে সৌর প্যানেল পর্যাপ্ত পরিমাণে উৎপাদন না হওয়া পর্যন্ত এর উপর আরোপিত ১৫%  ভ্যাট প্রত্যাহার, বায়োগ্যাস, সবুজচুলা, আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি প্রযুক্তি দেশে উৎপাদনের জন্য ভর্তূকি বা কর ছাড়ের ব্যবস্থা করা, কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নীতিমালা করার দাবি করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে উন্নয়নের যে অগ্রযাত্রায় বাংলাদেশ ক্রমশ এগিয়ে চলেছে সেই যাত্রায় উদ্ভাবন ছাড়া উন্নয়নকে কল্পনা করা দুঃসাধ্য বিষয়। আর গবেষণা ছাড়া উদ্ভাবন প্রত্যাশা অনেকাংশেই দুরূহ বিষয়। সেক্টর ভিত্তিক নিজস্ব গবেষণা এবং পরিকল্পিত কার্যক্রম উন্নয়নের অগ্রযাত্রা আরো তরান্বিত করবে। আর এই ক্ষেত্রে তরুনরাই অগ্রনী ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, নিজস্ব জ্ঞানের উন্মেষ এবং সমস্যা সমাধানে নিজেদের মেধা কাজে লাগানোর জন্য জাতীয় বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর জরুরি। জ্বালানি এবং প্রযুক্তি খাতের মত জ্ঞানভিত্তিক গুরুত্বপূর্ণ খাতের জন্য এ প্রয়োজনীয়তা আরো বেশি।

isab - energy bangla