গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে এ বছরই দরপত্র আহ্বান 

নিজস্ব প্রতিবেদক:

গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধানের জন্য এই বছরের মধ্যেই দরপত্র আহবান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্যাসখাত নিয়ে মহাপরিকল্পনা করা হচ্ছে।

ভোলায় পাঁচটি গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনে করে বরিশাল যশোর হয়ে রংপুর নেয়া হবে। অন্যদিকে ঢাকা থেকে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর অর্থাৎ বৃহত্তর ফরিদপুরে গ্যাসের পাইপলাইন করা হবে। পাইপ লাইনের এই গ্যাস শিল্পে দেয়া হবে।

হরিপুরে নতুন করে যে তেলের খনি আবিষ্কার হয়েছে তাতে কি পরিমানে তেল আছে বা কি পরিমান তেল উত্তোলন করা যাবে তা আগামী দুই তিন মাসের মধ্যে জানা যাবে বলে প্রতিমন্ত্রী জানান।

তিনি বলেন, পাঁচটি কয়লা খনির মধ্যে একটি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। কৃষি জমি অক্ষত রেখে কিভাবে আরও কয়লা উত্তোলন করা যায় তা নিয়েও কাজ করা হচ্ছে।