গৃহস্থালি বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানিতে ভর্তুকি
গৃহস্থালির কাজে ব্যবহার করা বৈদ্যুতিক যন্ত্রপাতি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা (ভর্তুকি) দেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
রপ্তানি উৎসাহিত করতে এই প্রণোদনা দেয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের জন্য এই সুবিধা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য বিশেষ সুবিধা পাবে।
রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থবছরে এই ভর্তুকি দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে এই ভর্তুকি দেয়া হবে।
১০ শতাংশ হারে যে সব খাতে ভর্তুকি দেয়া হবে, সেগুলো হচ্ছে, ফার্মাসিউটিক্যালস পণ্য, ফটোভোলটাইক মডিউল, মোটরসাইকেল, কেমিক্যাল পণ্য (ক্লোরিন, হাইড্রোক্লোরিক এসিড, কস্টিক সোডা ও হাইড্রোজেন পারঅক্সাইড), রেজার ও রেজার ব্লেডস, সিরামিক দ্রব্য, টুপি, কাঁকড়া ও কুঁচে (হিমায়িত ও সফটসেল, পরিবেশ ও বন বিভাগের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে) এবং গ্যালভানাইজড শিট/কোয়েলস।