গ্যাসে এডিবির ১২৫ কোটি টাকার ঋণ বাতিল
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডকে দেয়া ১২৫ কোটি টাকা ঋণের প্রতিশ্রুতি বাতিল করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তিতাস গ্যাস ক্ষেত্রের গ্যাস উদগিরণ নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন ও উন্নয়নে ৮১০ কোটি টাকা দেয়ার কথা থাকলেও এখন ৬৮৫ কোটি ৬০ লাখ টাকা দিচ্ছে এডিবি।
সূত্র জানায়, শ্লথ গতির কারণে প্রকল্প থেকে ১২৫ কোটি টাকা প্রতিশ্রুতি কমিয়ে দিয়েছে এডিবি। যে সমস্ত কাজ এডিবির অর্থায়নে ইতিমধ্যে সম্পূর্ণ করার কথা ছিল সেইসব কাজে অনেক ক্ষেত্রেই যথাযথভাবে অর্থ খরচ করতে পারেনি বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড। এর পরিবর্তে অন্য খাতে অর্থ খরচ করছে, কিন্তু অন্য খাতে অর্থ খরচ করা ভালভাবে নেননি এডিবি। তাই ঋণ কমিয়ে দিয়েছে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তিতাস ক্ষেত্রে গ্যাস উদগিরণ সমস্যা চিহ্নিতকরণ এবং তিতাস ১৭ ও ১৮ নং কূপ খনন ফলাফল এবং ত্রি-মাত্রিক ভূ-কম্পন জরিপ ফলাফলের উপর ভিত্তি করে ৪টি মূল্যায়নসহ উন্নয়ন কূপ খনন করা।
এ প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম হচ্ছে বৈদেশিক বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করে গ্যাস উদগিরণ সমস্যা চিহ্নিত করা। তিতাস ক্ষেত্রে চারটি মূল্যায়নসহ উন্নয়ন কূপ খনন। আনুষঙ্গিক সুবিধাসহ ২ টি গ্যাস প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন। খনন মালামাল ক্রয় ও অন্যান্য আনুষঙ্গিক কার্যাদি শেষ করা কিন্তু এ কাজগুলো ঠিকভাবে হয়নি বলে এডিবি অভিযোগ করেছে।