গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদ

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছেন দেশের লেখক, শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। সোমবার বিবৃতি দিয়ে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জনগণের ভাল মন্দের বিচার না করে অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এতে মানুষের জীবন যাত্রার খরচ বাড়বে। বিবৃতিতে দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার, আমজাদ হোসেন, সঙ্গীত শিল্পী আপেল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ মালেক, চিত্র নায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল, সাংবাদিক আবু সালেহ, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, শবনব মোস্তারী, কনক চাঁপা, রবি চৌধুরী, চিত্র নায়ক হেলাল খানসহ অনেকে।