গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে রিট বাতিল
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। তবে এ বিষয়ে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম।
আদালত থেকে বেরিয়ে মোহাম্মাদ সাইফুল আলম সাংবাদিকদের বলেন, আবেদনটি ‘আউট অব লিস্ট’ করেছেন আদালত। একই সঙ্গে আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
গত ২৭ আগস্ট বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয় থাকায় হাইকোর্টে রিট করা হয়। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসির ) বিবাদী করা হয়।
গত ৭ অক্টোবর কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন এ রিট আবেদনটি দায়ের করেন।