গ্যাসের দাম বাড়লে কঠোর আন্দোলন
গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে জাতীয়বাদী গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ আমার গ্যাস আমার, অযৌক্তিক দাম বাড়ানো চলবে না’ -শীর্ষক এক মানববন্ধনে আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।মানববন্ধনে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, মাষ্টার এম এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু প্রমুখ উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাগপা সভাপতি শফউল আলম প্রধান বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় থেকে দেশের সম্পদ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সাধারণ জনগণ তা সহ্য করবে না।তিনি বলেন, জ্বালানি গ্যাসের এক বার্নারের চুলার দাম ৮৫০ এবং দুই বার্নারের চুলার দাম ১০০০ টাকায় মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা পুরো অমানবিক। জনগণের ওপর জুলুম করার পায়তারা করছে সরকার। তা কোনো ভাবেই দেশের জনগণ মেনে নেবে না।তিনি আরো বলেন, গ্যাসের দাম আবার বাড়ানো হলে রাজপথে কঠোর আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।