গ্যাসের দাম বাড়ানোতে সংসদে ক্ষোভ
গ্যাসের দাম বাড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। বৃহষ্পতিবার চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে রওশন এরশাদ বলেন, বাজেট পাসের দিন গ্যাসের দাম বাড়ানো হলো। বাংলাদেশে যখন গ্যাসের দাম বাড়ানো হলো, তখন ভারতে দাম কমানো হয়েছে। বাংলাদেশে কেন গ্যাসের দাম বাড়ানো হলো? প্রধানমন্ত্রী বলেছেন- উন্নয়ন চাইলে গ্যাসের দাম বৃদ্ধি মেনে নিতে হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। আমরা উন্নয়ন চাই, কিন্তু গ্যাসের দাম বাড়াতে চাই না। এটাই আসল কথা। এটা আমার কথা নয়, জনগণের কথা।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই সংসদে এর আগে মইন উদ্দীন খান বাদল বলেছেন- আমরা, সংসদ সদস্যরা হচ্ছি বকাউল্লাহ-বকে যাই, সরকার শোনাউল্লাহ-শুনে যান, আর সংসদ হচ্ছে গরিবউল্লাহ। গ্যাসের দাম নিয়ে আলোচনা না হলে এই সংসদ আরও গরিব হয়ে যাবে।