ঘুষ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ঘুষের টাকা না দেয়ায় বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান একজন আবাসিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ার আনোয়ার হোসেনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আরইবি’র টেকনিশয়ান রনজু মিয়া। এজন্য রনজু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আরইবি কর্তৃপক্ষ জানিয়েছেন।
দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহার করছেন আনোয়ার হোসেন। সম্প্রতি তিনি লোড বাড়ানোর জন্য আরেকটি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়। এ দিকে পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান রনজু মিয়া জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী ইকবাল হাসানকে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। এক পর্যায়ে ঘুষের টাকা না পেয়ে ইলেকট্রিশিয়ান রনজু মিয়া আনোয়ার হোসেনের আবাসিক লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় গ্রাহক আনোয়ার হোসেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকশীগঞ্জ জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আবদুল জলিল জানান, ইলেকট্রিশিয়ান রনজু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।