ঘূর্ণিঝড় রিমালে বিদ্যুতে শত কোটির বেশি ক্ষতি
নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় রিমালে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপকেন্দ্র, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার আর তাঁর ছিড়েছে ব্যাপক পরিমাণে। যার আর্থিক মূল্য শত কোটি টাকা ছাড়িয়েছে। এসব ধ্বংসযজ্ঞ মেরামত করে প্রায় ৯৫ ভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় রিমালে অন্যান্য সবকিছুর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের স্থাপনা। ছিঁড়ে গেছে কয়েক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তাঁর। হেলে গেছে বা পড়ে গেছে প্রায় ৪ হাজার বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন ছিল তিন কোটির বেশি গ্রাহক। সব মিলে প্রাথমিক হিসেবে উপকূলে একশ’ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ’র একশ’ তিন কোটি তেত্রিশ লাখ টাকা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র পাঁচ কোটি সাত লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিআরইবি) এর সদস্য প্রকৌশলী মো. আব্দুর রউফ মিয়া জানান, উপকূলে একসাথে ৩০ হাজার জনবল কাজ করে বিদ্যুৎ সরবরাহ প্রায়ই স্বাভাবিক করে এনেছে। যতটুকু বাকি আছে তা ঠিক হতে আরও কয়েকদিন লাগবে। বাড়ি বাড়ি গিয়ে এসব সমস্যা সমাধান করতে হবে। আগে থেকে পরিকল্পিতভাবে সরঞ্জামাদি পাঠানো ছিল বলে দ্রুত সময়ে বিদ্যুৎ সরবরাহ করা গেছে বলে তিনি জানান।