চাহিদার তুলনায় যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে: জয়

চাহিদা অনুযায়ী দেশে যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তিনি বলেন, এখন প্রয়োজন সঞ্চালন লাইন।
দেশের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি বলেন, ফোর জি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, মোবাইল অপারেটররা চাইলে আবেদনের মাধ্যমে এখন থেকে ফোর জি চালু করতে পারে। প্রতিটা ইউনিয়ন পর্যন্ত অপটিক্যাল ফাইবার সেবা পৌঁছে দেয়া হবে বলেও জানান জয়। বাংলাদেশও একসময় গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান তৈরিতে সক্ষম হবে বলে আশাবাদ জানান জয়