চীনে বিদ্যুৎ কেন্দ্রে ধস, নিহত ৬৭
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানজি প্রদেশে বিদ্যুৎ কেন্দ্র ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৬৭ জনের প্রাণহানির খবর জানা গেছে।
এ ঘটনায় অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ধসের এ ঘটনা ঘটে।
ফেংচেং ওয়ার্ক সেফটি কর্তৃপক্ষ জানায়, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের নিচতলার কুলিং টাওয়ার ধসের ঘটনায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। এতে অনেকে আটকা পড়েছেন।
ধসের ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।