ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন জ্বালানি সচিব

মেয়াদ শেষ হওয়ায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

আগামী ৯ই নভেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে। এর পর দিন থেকে  পরবর্তী ছয় মাস অর্থাৎ আগামী বছরের ৯ই মে পর্যন্ত  মেয়াদ বাড়ানো হয়েছে।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা নাজিমউদ্দিন চৌধুরীর আগামী ৯ই নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এখন পিআরএল বাতিল করে এ নিয়োগ দেয়া হল।