জলবায়ু পরিবর্তনের বিপর্যয় রোধে আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসতে হবে
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু পরিবর্তনের বিপর্যয় রোধে সরকারের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয় রোধে বাংলাদেশের জন্য যে তথ্য-উপাত্ত ও জ্ঞান প্রয়োজন তা আমাদের রয়েছে।
আগামী দিনে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় রোধে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলেও ভূমিকা রাখতে সক্ষম হবে।
আজ মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে ২০ বছর মেয়াদী (২০১৭-২০৩৬) ফরেস্ট্রি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ, ঢাকাস্থ বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার রাজশ্রী এস পরালকার ও সিআরপিএআরপি প্রকল্পের পরিচালক উত্তম কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন।
সুদেপ-এর কনসালটেন্ট ড. এইচ এস পাবলা এবং সিইজিআইএস’র টিম লিডার ড. খালেদ হাসান পরিবেশ ও জলবায়ু বিষয়ে দুটি নিবন্ধ উপস্থাপন করেন।
বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিশ্ব ব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু যমুনা সেতু বাস্তবায়নে বিশ্ব ব্যাংক সহায়তা করে। আগামী দিনেও বাংলাদেশের জলবায়ু মোকাবেলায় বনায়ন এবং সুন্দরবন রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশ ও বন সচিব বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচনে সুন্দরবন বিরাট অবদান রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রার উষ্ণতা রক্ষায় বনায়ন জরুরি বলে তিনি উল্লেখ করেন।