জাপানের তোশিবা বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী
বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায় জাপানের তোশিবা গ্রুপ। বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, পদ্ধতি উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তারা।
তোশিবা গ্রুপের চেয়ারম্যান মাসাশি মৌরমচি রোববার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
তোশিবা গ্রুপের চেয়ারম্যান মন্ত্রীকে জানান, সারাবিশ্বে একক ও যৌথভাবে প্রায় এক হাজার ৯০০ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে তোশিবা গ্রুপ। বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতিও তাদের কোম্পানি সরবরাহ করে থাকে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের নানা পদ্ধতি উন্নয়নেও তোশিবা কাজ করে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাপান আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র। আন্ডার গ্রাউন্ড সাবস্টেশন, গ্যাস ইন্সুলেটেড সুইচগিয়ার (জিআইএস), গ্যাস ইন্সুলেটেড ট্রান্সফরমার (জিআইটি), স্মার্ট গ্রিড সিস্টেম, ট্রান্সফরমারের আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে তোশিবার অভিজ্ঞতা ও সহায়তা কাজে লাগাতে হবে। মূল্যের চেয়ে গুণগতমান ও টেকসই পণ্যের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে।
এ সময় বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবি চেয়ারম্যান আবদুহু রুহুল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তোশিবা গ্রুপের চেয়ারম্যান মাসাশি মৌরমচি রোববার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
তোশিবা গ্রুপের চেয়ারম্যান মন্ত্রীকে জানান, সারাবিশ্বে একক ও যৌথভাবে প্রায় এক হাজার ৯০০ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে তোশিবা গ্রুপ। বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতিও তাদের কোম্পানি সরবরাহ করে থাকে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের নানা পদ্ধতি উন্নয়নেও তোশিবা কাজ করে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাপান আমাদের অন্যতম বন্ধু রাষ্ট্র। আন্ডার গ্রাউন্ড সাবস্টেশন, গ্যাস ইন্সুলেটেড সুইচগিয়ার (জিআইএস), গ্যাস ইন্সুলেটেড ট্রান্সফরমার (জিআইটি), স্মার্ট গ্রিড সিস্টেম, ট্রান্সফরমারের আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে তোশিবার অভিজ্ঞতা ও সহায়তা কাজে লাগাতে হবে। মূল্যের চেয়ে গুণগতমান ও টেকসই পণ্যের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে।
এ সময় বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবি চেয়ারম্যান আবদুহু রুহুল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।