জ্বালানি তেল বিক্রিতে এখন কোনো ভর্তুকি দিতে হচ্ছে না

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় জ্বালানি তেল বিক্রিতে সরকারকে এখন কোনো ভর্তুকি দিতে হচ্ছে না বলে  জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে রাজশাহীর সাংসদ মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তেল আমদানিতে খরচ কমায় দীর্ঘ পাঁচ বছর পর গত ডিসেম্বর থেকে লাভের মুখও দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। গত ২০১৩-১৪ অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে যেখানে ৩৮ হাজার কোটি টাকা খরচ হয়েছিল, এবার তা ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকায় নেমে আসবে বলে আশা করছে সরকার।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়া থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৩৫৩ কোটি ৮০ লাখ টাকা আয় হয়েছে।