জ্বালানি তেলের দাম কমল: নতুন নীতিমালা বাস্তবায়ন শুরু

জ্বালানি তেলের দাম কমল। ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন চার টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল তিন টাকা কমিয়ে লিটার প্রতি ১২২ টাকা করা হয়েছে।

শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম ঠিক করার নতুন নীতিমালা অনুযায়ী এই প্রথম জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হলো। এখন থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম ঠিক করা হবে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে স্থানীয় বাজারে বাড়বে। আর কমলে কমানো হবে। এর মাধ্যমে জ্বালানি তেল আমদানিতে আর ভর্তুকি দেয়া লাগবে না।

মূসক, পরিবহন খরচসহ সব খরচ বাদে লিটার প্রতি ৮০ পয়সা লাভে বিপণন কোম্পানিগুলো জ্বালানি তেল বিক্রি করবে। 

নতুন নীতিমালায় জ্বালানি খাত উন্নয়ন তহবিলের জন্য লিটার প্রতি ২৫ পয়সা করে রাখা হয়েছে।

 

জ্বালানি তেলের দামের প্রজ্ঞাপন

52677_51464