জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে
জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ বৃহষ্পতিবার জ্বালানি বিভাগ থেকে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। জ্বালানি বিভাগ সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রস্তাবে ডিজেল, কোরোসিন, অকেটেন, পেট্রোলের দাম কমানোর প্রস্তাব দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুমোতি পাওয়ার পর জ্বালানি বিভাগ থেকে নতুন দামের প্রজ্ঞাপন করা হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। এখন অন্য জ্বালানি তেলে দামও কমানো হবে।